তাহিরপুরে আ. লীগ নেতাদের বিরুদ্ধে জলমহাল দখলের চেষ্টার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে কুপাউড়া মহিষমাড়া জলমহাল দখলে নেয়ার চেষ্টার অভিযোগ ওঠেছে। উপজেলা প্রশাসন জলমহালটি ইজারা দিলেও জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্ঠা করছেন তারা।

এ ঘটনায় জলমহালের ইজারাদার সুনামগঞ্জের জেলা প্রশাসক, তাহিরপুরের সহকারী (ভূমি) কমিশনার ও থানা পুলিশের নিকট লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে তিনি উপজেলার পুরানখালাস গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম ও দ্বীন ইসলামকে স্থানীয় আওয়ামীলীগের পদধারী নেতা হিসেবে উল্লেখ করে অন্তত ১৬ জনকে বিবাদী করেছেন।

অভিযোগে বলা হয়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামে দুইটি মৌজায় প্রায় ৮৭ একর জলাশয় নিয়ে গঠিত কুপাউড়া মহিষমাড়া বিলটি ১৪৩৩ বাংলা সনের চৈত্র মাস পর্যন্ত দুই বছরের জন্য ইজারা দেয় সরকার। স্থানীয় মৎস্যজীবি শাকিল আহমেদ সরকারি বিধি অনুযায়ী জলমহালটি ইজারা নিলেও স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন পদধারী নেতা জলমহালটি দখলের চেষ্টা করছেন ও ইজারাদার কর্তৃক নিয়োগ করা জলমহালের পাহারাদারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাছাড়া চক্রের সদস্যরা জলমহালটি তাঁদের পৈতৃক সম্পত্তি বলে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছে। এবং তাদের চাহিদামতো চাঁদার টাকা না দিলে বিলটি দখলে নেওয়া যাবেনা বলে ইজারাদারকে হুমকি দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।