সিলেটে ফের কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

সিলেটে ফের অবৈধ ভারতীয় পণ্যের কয়েকটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা এসব ভারতীয় পণ্যের চালান জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান। বিজিবির বলছে, জব্দ করা পণ্যের বাজার মূল্য প্রায় কোটি টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গত বুধ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় ১৫ হাজার ৬০০ পিস সুপারি, ৩২০ প্যাকেট বিড়ি, ৭০ কেজি মেহেদী পাউডার, ৮১ বোতল মদ ও ২ বোতল বিয়ার জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৪ হাজার কেজি রসুন জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, অভিযানে চোরাচালান ও পরিবহন কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল ও ১টি ট্রলি জব্দ করা হয়। এছাড়াও অভিযানকালে সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৯৪ লাখ ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, গত বুধ থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির টহল দল অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করেছে। সীমান্তে চোরাকারবার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি।