সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ আটক

আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে আটক করা হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের এক অভিযানে তাকে আটক করা হয় বলে জাতীয় দৈনিক যুগান্তর সূত্রে জানা গেছে।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর উপাধ্যক্ষ আব্দুস শহীদসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা দায়ের করা হয়।

শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শহরের কালিঘাট রোড এলাকার বাসিন্দা আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী একই এলাকার শাহদাত হোসেন পৃথকভাবে মামলা দুটি করেন।