অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সিটির উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর জিন্দাবাজারে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জিডিএফ’র সভাপতি প্রমেষ দত্ত এর সভাপতিত্বে ও জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারী লায়ন কার্ত্তিক পাল, জিডিএফ’র কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের কোষাধ্যক্ষ শারমিন আক্তার রেবা, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক বায়জিদ শিপন, সুপার ভাইজার রায়হান খান প্রমুখ।
অনুষ্ঠানে মারকাজুল কুরআন নূরানী হাফিজিয়া মাদরাসার প্রতিবন্ধী শিক্ষার্থী আব্দুল্লাহ রিয়াদ সামিউল-কে হুইল চেয়ার প্রদান করেন লায়ন্স ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারী লায়ন কার্ত্তিক পাল, জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে লায়ন্স ক্লাবগুলো দেশ-বিদেশে সুপরিচিতি লাভ করেছে। ক্লাবের কার্যক্রমে দেশের দুস্থ, অসহায় ও বঞ্চিত মানুষ প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। লায়ন্স ক্লাবের সকল লায়নবৃন্দ সেবামূলক মনমানসিকতা নিয়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন।’
বক্তারা বলেন, ‘অক্টোবর সেবা মাস উপলক্ষে সিলেটে লায়ন্স ক্লাবগুলোর সেবামূলক কাজ চলছে। তারই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব সিলেট সিটির পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থী আব্দুল্লাহ রিয়াদ সামিউল-কে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।’
বক্তারা এই লায়ন্স ক্লাবের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে মানবসেবায় এগিয়ে আসার আহবান জানান।