লাখাইয়ে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ২ দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২ দিনব্যাপী বিতর্ক প্রতিযোতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিহা সুলতানা।

আজ লাখাই উপজেলা মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক আয়োজিত ১ম দিনের এই বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মহিতুল ইসলাম এবং বিচারক মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান মিশু।

‘দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে ধর্মীয় অনুশাসনই একমাত্র নিয়ামক’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বামৈ মডেল সরকারী উচ্চ বিদ্যালয় বনাম লাখাই অভয়াচরন রাধাচরন উচ্চ বিদ্যালয়, ভবানীপুর হাইস্কুল এন্ড কলেজ বনাম বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, তেঘরিয়া এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় বনাম কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়, কালাউক উচ্চ বিদ্যালয় বনাম বেগুনাই এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়, মুড়িয়াউক উচ্চ বিদ্যালয় বনাম মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসা বনাম করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া ৬টি প্রতিষ্টানের মধ্যে ৩টি দল বাছাইয়ের লক্ষ্যে ২য় ও ৩য় স্থান অধিকারী দলের মধ্যে বিতর্ক প্রতিযোতার মাধ্যমে ফাইনালে অংশগ্রহণের জন্য ২য় স্থান নির্ধারণ করা হবে।

মঙ্গলবার বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।