যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কেবিন ক্রুদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে বাংলাদেশী বংশোদ্ভেুাত এক ব্রিটিশ নাগরিককে আটক করে থানায় দিয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১টা ২০ মিনিটের দিকে তাকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
তবে আটক ওই যাত্রী পুলিশকে জানিয়েছেন, ফ্লাইটে চারবার খাবার চাওয়ায় কেবিন ক্রুরা উত্তেজিত হয়ে তাঁর সঙ্গে অসদাচরণ করায় তিনি উচ্চস্বরে কথা বলেছেন। এসময় কেবিন ক্রুরাও তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
অবশ্য ঘটনাটি বড় ঘটনা না হওয়ায় পুলিশ ওই যাত্রীকে তাঁর স্বজনদের জিম্মায় ছেড়ে দিয়েছে। তবে ঘটনাটি অধিকতর তদন্তের জন্য জিডি হিসেবে রেকর্ড করেছে পুলিশ। অভিযুক্ত যাত্রীর নাম ফয়েজ আহমদ। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুরের বাসিন্দা।
ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০৮ নম্বর ফ্লাইটের যাত্রী ছিলেন ফয়েজ আহমদ। যাত্রাকালে তিনি বিমানের কেবিন ক্রুদের সঙ্গে অসদাচরণ করেন। বিষয়টি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করেন ফ্লাইটের পাইলট। পরে বেলা ১টা ২০ মিনিটের দিকে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পর ওই যাত্রীকে আটক করে থানায় হস্তান্তর করেন।
সিলেট ওসমানী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ওই যাত্রী বিমানের কেবিন ক্রুদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। এ ঘটনায় ফ্লাইটের পাইলট লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ওই যাত্রীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, কেবিন ক্রুদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগে বিমানবন্দর কর্তৃপক্ষ একজন যাত্রীকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে তার স্বজনদের জিম্মায় ছেড়ে দিয়েছে।
ওসি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানিয়েছেন তিনি ডায়াবেটিস রোগী। বার বার ক্ষুধা লাগায় তিনি সহ্য করতে না পেরে চার বার কেবিন ক্রুদের কাছে খাবার চেয়েছিলেন। কিন্তু কেবিন ক্রুরা খাবার না দিয়ে উল্টো তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে একজন কেবিন ক্রু বলেন-আমার খাবার আপনাকে দিবো নাকি? এটা বলার পর তিনি চিৎকার করেছেন। এসময় কেবিন ক্রুদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। কেবিন ক্রুরাও তাকে ধাক্কা দিয়েছেন। পরে বিষয়টি স্বাভাবিক হয়েছে। কিন্তু বিমান কর্তৃপক্ষ বিষয়টি বড় করতে চাচ্ছে।’
ওসি আরও বলেন, বিষয়টি খুব বড় মনে না হওয়ায় আপাতত ওই যাত্রীকে তার স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঘটনাটি তদন্তের জন্য বিমান কর্তৃপক্ষের অভিযোগ জিডি হিসেবে রেকর্ড করা হয়েছে।