লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৩ জন গ্রেপ্তার

লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলার আসামী সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ফিরোজ মিয়া,মনোয়ারা বেগম ও মহসিন আলম। লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের উপ-পরিদর্শক( এসআই) শৈলেশ চন্দ্র দাস ও মৃদুল কুমার ভৌমিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শুক্রবার( ২৫ অক্টোবর) দিবাগত রাতে মোড়াকরি পশ্চিম পাড়া এলাকায় বন্যপ্রাণী কক কক (কক্কা) ক্রয় বিক্রয় কালে বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামের মৃত মোনছব আলীর ছেলে ফিরোজ মিয়া (৩৫) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আলারপাড় গ্রামের রঞ্জু মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ( ৪৫) কে মোড়াকরি গ্রামের নিজাম উদ্দিনের বাড়ী থেকে ৩ টি বন্যপ্রাণী কক কক (কক্কা) সহ তাদের কে গ্রেপ্তার করা হয়। এসময় অন্য আসামীগণ পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।

অপর এক অভিযানে শনিবার (২৬ অক্টোবর) সকালে পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস ও এ এস আই আনোয়ারুল হক সহ করাব ইউনিয়নের সিংহগ্রামে অভিযান চালিয়ে নারী শিশু মামলার পলাতক আসামী সিংহগ্রামের খেলু মিয়ার ছেলে মহসিন আলম কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের হবিগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।