সিলেট ও সুনামগঞ্জে সাড়ে ৮৩ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে সাড়ে ৮৩ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশের ৪৮ ব্যাটালিয়ন (বিজিবি) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে ।

আজ দুপুর ১২ টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, চোরাই পণ্যের মধ্যে ১২৪ পিস ভারতীয় শাড়ি, ৩৭৫ কেজি রিকুইটি মান্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চকলেট, ৭টি কম্বল, ২০ বোতল মদ, ১৯৬০ কেজি বাংলাদেশী রসুন, ১টি ডিআই পিকআপ ও অবৈধ পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি নৌকা সহ বিভিন্ন পণ্য রয়েছে। এসব পণ্যের আনুমানিক বর্তমান বাজার মূল্য ৮৩ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা হবে।