সিলেট সাইক্লিং কমিউনিটির ১১ বছর পূর্তিতে সাইকেল র‌্যালী

সিলেট জেলার কয়েক হাজার সাইক্লিস্টদের সংগঠন সিলেট সাইক্লিং কমিউনিটি ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে আজ শুক্রবার (২৫ অক্টোবর) সিলেট নগরীর সুবিদবাজার থেকে হিলুয়াছড়া চা বাগান পর্যন্ত সাইকেল র‌্যালী করেছেন সংগঠনটির শতাধিক সাইক্লিস্ট।

তারপর হিলুয়াছড়ার খেলার মাঠে বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন ডা: ওরাকাতুল জান্নাত বলেন, ‘সকলের প্রিয় এই সংগঠনটি ১১ বছর পূর্ণ করে এক যুগে পা রাখল। ২০১৩ সালে আমরা কয়েকজন এই সংগঠনটি শুরু করেছিলাম আর এখন আমাদের সকল বয়সী নারী পুরুষ মিলিয়ে ফেসবুক গ্রুপের সদস্য প্রায় অর্ধলক্ষ।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সাইক্লিং এর মাধ্যমে মানুষ যেন সুস্থ থাকে, নগরীর যানজট কমানো এবং পরিবেশ দূষণ কমিয়ে একটি সুন্দর শহর তৈরী করা। আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই সাইক্লিংয়ে আসার জন্য। নিজেকে এবং নিজেদের পরিবেশকে ভালো রাখতে সাইক্লিংয়ের কোন বিকল্প নেই।’

এ সময় সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন সৈয়দ সোহাগ, হাসান আহমেদ, কামরুল ইসলামসহ উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের ও শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।