হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সারাদেশে নয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে সকাল ১১টায় পরীক্ষা শুরু হবে। এবার ভর্তি পরীক্ষায় মোট ৭৫ হাজার ১৭ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২০ জন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরিক্ষা দিবেন ১০৫১ জন পরীক্ষার্থী।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দু’টি অঞ্চলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের আসন বিন্যাস অনুযায়ী, হবিগঞ্জ সদরের ভাদৈ এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (জোন-১) রোল নাম্বার ৮৩৯৬৭ থেকে ৮৪৫১৬ এবং হবিগঞ্জ সদরের ২ নং পুল এলাকায় হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে (জোন-২) রোল নাম্বার ৮৪৫১৭ থেকে ৮৫০১৭ পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিবেন।
এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে তিন হাজার ৭১৮টি। এর মধ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে আসন রয়েছে ৯০টি। গুচ্ছ পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।