লাখাইয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষকদের জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচআইভি প্রদান ক্যাম্পেইন সম্পর্কে অবহিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন ও ডাক্তার একেএম মঞ্জুরুল আহসান

তারা বলেন, এ উপজেলায় ১০- ১৪ বছর বয়সের অর্থাৎ ৫ম শ্রেনী থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে। মেয়েদেরকে ক্যান্সার প্রতিরোধ ভ্যাকসিন টিকা দেয়া হবে। এ ভ্যাকসিস টিকা নেয়ার জন্য প্রত্যেকে জন্ম নিবন্ধনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

কর্মশালায় ডাক্তাররা জানান, লাখাই উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ৩টি মাদ্রাসা ও ২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ভ্যাকসিন টিকা দেয়া হবে।

কর্মশালার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু সাঈদ মো. জুনায়েদ ও গীতা পাঠ করেন প্রতাপ চন্দ্র বৈষ্ণব।