ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠান পালিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপমা দাস। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রহমান আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সাদীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল ইসলাম শামীম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সদস্য এমদাদুর রহমান খান,ওসমানীনগর উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর টিম লিডার মন্টু দাশ, উপ-টিম লিডার সাইদুল হোসেন, উপজেলা যুব সদস্য দিদার হোসেন, শেখ কবির, জোবেদ হোসেন জিয়া, নুরুল আমিন গাজী, হাফিজুর রহমান, জুবায়ের আহমদ, হাবিবুর রহমান, মুন্না মিয়া, রেজাউল করিম,আমিনা আক্তার, লুবনা বেগম, ফারজানা বেগম, হালিমা তুস সাদিয়া, মাহিশা তাসনিম তন্নি প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্‌যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর পালিত হয়ে আসছে।