সিলেটে সেতুর মুখে লোহার তৈরি গতিরোধক বারে ধাক্কা লেগে এক ট্রাকের হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ২টার দিকে নগরীর কাজিরবাজার সেতুর মুখে এ ঘটনা ঘটেছে।
নিহত রায়হান আহমদ (১৮) সিলেটের এয়ারপোর্ট থানার রংগিটিলা গ্রামের গনি মিয়ার ছেলে। সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করতো।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা দুইটার দিকে ট্রাকের উপরে বসে কাজিরবাজার ব্রিজ হয়ে দক্ষিণ সুরমার চাঁদনিঘাটে যাচ্ছিলেন রায়হান। ব্রীজে ওঠার সময় লোহার তৈরি গতিরোধক বারে ধাক্কা লেগে গুরুতর আহত হন রায়হান। পরে ট্রাকচালক ও তার সহযোগীরা দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রায়হানের খালাতো ভাই সেবুল আহমদ বলেন, রায়হান ট্রাকে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার হিংগারপুর এলাকা থেকে পাথরভর্তি ট্রাকে করে চাদনিঘাট যাচ্ছিলেন। যাওয়ার সময় কাজিরবাজার ব্রীজে এ ঘটনা ঘটেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লোহার বারের আঘাতে নিহতের মুখমণ্ডল থেতলে গেছে। ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।