এবার র্যাবের হাতে গ্রেপ্তার হলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম। র্যাব-২ এর কাছে গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের পর মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি থানায় হস্তান্তর করে র্যাব-২।
এ-ব্যাপারে পুলিশ জানায়, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি থানায় হস্তান্তর করেছে র্যাব। তবে কখন কোথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে থানা পুলিশকে কিছুই জানায়নি তারা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এরই মধ্যে হবিগঞ্জ পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন। আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ-ব্যাপারে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ রেজাউল হক খান বুধবার (১৮ সেপ্টম্বর) সকালে ‘সিলেটভয়েসকে’ বলেন, হবিগঞ্জের সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে আনতে জেলা পুলিশের একটি টিম গাড়ি নিয়ে ঢাকা গিয়েছেন।আশা করছি কিছুক্ষণের ভিতরেই তারা পৌঁছে যাবে। হবিগঞ্জে আনার পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।