মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানে উদ্বেগনজক হারে বাড়ছে চিকিৎসকদের আত্মহত্যার প্রবণতা। যা দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুতর সংকট হিসেবে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে, ইরানের চিকিৎসকরা মানসিক চাপ, দীর্ঘ কর্মঘণ্টা এবং পেশাগত অস্থিরতার কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। ইরানের মেডিকেল কাউন্সিল জানায়, গত এক বছরে ইরানে ১৬ চিকিৎসক আত্মহত্যা করেন। তার আগের বছর আত্মহত্যার খবর পাওয়া যায় ১৩ চিকিৎসকের।
জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই গবেষণাটি তুলে ধরা হয়।
এ বিষয়ে ডয়চে ভেলেকে একজন চিকিৎসক জানান, তার পরিচিত একজন বিশেষজ্ঞ যিনি তার পেনশন কম হওয়ার কারণে জীবনযাপন করতে হিমশিম খাচ্ছিলেন। আত্মহত্যার এমন পরিস্থিতিতে ইরানের সাইকলজিস্ট সাবা আলালেহ জানান, গত কয়েক বছরে চিকিৎসাক্ষেত্রে যা ঘটছে তা নিয়ে বেশ বিচলিত চিকিৎসকরা। এতে করে তাদের মনে সৃষ্টি হয়েছে গভীর হতাশা এবং সামাজিক সংকট। ইরান সরকার চিকিৎসাক্ষেত্রে তৈরি এই পরিস্থিতির কথা স্বীকার করলেও কোনো সমাধানের রাস্তা দেখিয়ে দিচ্ছে না বলে অভিযোগ অনেকের।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ সমস্যা সমাধানের জন্য ব্যাপক সংস্কার ও দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন। পেশাগত চাপ কমাতে কর্মঘণ্টা নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য পরামর্শ সেবা বৃদ্ধি এবং একটি সমর্থনমূলক কর্মপরিবেশ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। চিকিৎসকদের সুস্থতা নিশ্চিত করার জন্য এসব পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।