ইন্সটিটিউট অব অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিনিধিদলের সাথে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু।
সভায় ইন্সটিটিউট অব অ্যাসেট ম্যানেজমেন্ট এর হাইওয়ে অ্যাসেট ম্যানেজার আব্দুস সালাম বলেন, হাইওয়ে একটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ইন্সটিটিউট অব অ্যাসেট ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে হাইওয়ে কন্ডিশন সার্ভে করার একটি উদ্যোগ গ্রহণ করেছি। সার্ভেটি করতে পারলে আমরা হাইয়েতে যানবাহন চলাচল ও অর্থনৈতিক কর্মকান্ডের একটি বাস্তব চিত্র তুলে ধরতে পারবো। এটি আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক সহায়ক সহায়ক হবে।
তিনি বলেন, এ বিষয়টি নিয়ে আমরা সড়ক ও জনপথ বিভাগ, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনা করবো। এ ব্যাপারে তিনি সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন।
সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু বলেন, যোগাযোগ খাতের উন্নয়নের সাথে দেশের উন্নয়ন জড়িত। এ ক্ষেত্রে হাইওয়ে কন্ডিশন সার্ভের উদ্যোগ প্রশংসনীয়। তিনি এ উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনার জন্য প্রতিনিধিদলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, দেশের উন্নয়নে আমাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সিলেট চেম্বারের মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য ইন্সটিটিউট অব অ্যাসেট ম্যানেজমেন্ট এর প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভার কো-অর্ডিনেটর ও প্রতিনিধিদলের সদস্য আব্দুল জলিল, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আমিনুর রহমান (লিপন), মো. আব্দুস সামাদ, কাজী মো. মোস্তাফিজুর রহমান, ফয়েজ হাসান ফেরদৌস,সায়েম আহমদ, মো. মাহদী সালেহীন, আরিফ হোসেন, মোহাম্মদ নূরুল ইসলাম, প্রতিনিধিদলের সদস্য রেজাউল করিম, আদনান ওয়াহদি, আহমেদ নাবিল প্রমুখ।