যুক্তরাজ্যের লুটনে সাউথ এশিয়ান উৎসব অনুষ্ঠান

যুক্তরাজ্যের লুটনে সাউথ এশিয়ান ফেস্টিভাল (উৎসব) অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে লুটনের সেন্ট অগস্টিনস চার্চে ব্রামিংহাম ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল আম্বিয়ার উদ্যোগে ব্রামিংহাম ও ইকনিলড ওয়ার্ডের বাসিন্ধারা ওই জমজমাট ফেস্টিভালের আয়োজন করেন।

জেসমিন কাজলের উপস্থাপনায় উৎসবের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উৎসবের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফজিলত আলী খান, সাংবাদিক আনোয়ার হোসেন, ব্রামিংহাম ওয়ার্ডের কাউন্সিলর উৎসবের উদ্যোক্তা আজিজুল আম্বিয়া।

উৎসবে কবিতা আবৃত্তি করেন, বাংলাদেশের সালমা হক সাদিয়া ও পাকিস্থানের রাবিয়া মাকসুদ। বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন, কণ্ঠশিল্পী তাহমিনা আকতার জলি, রিদিতা ইসলাম একা, শারমিন খান, শাহানারা বেগম। ডুয়েট গান পরিবেশন করেন রেদওয়ান নূর ও তাহমিনা আকতার জলি। নৃত্য পরিবেশন করেন রিদিতা ইসলাম একা।

বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্থানসহ বিভিন্ন দেশের মানুষজন সাউথ এশিয়ান গান ও নৃত্য উপভোগ করেন উৎসবে। তারা এমন উৎসবের জন্য উদ্যেক্তাদের ধন্যবাদ জানান। উৎসবের পৃষ্টপোষকতায় ছিল, ফ্লাভা ও এক্সিম এক্সচেঞ্জ।