ফেঞ্চুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানের পর আটক

বিনামূল্যের সরকারি ঔষধ গোপনে বিক্রি করত তারা

বিনামূল্যের সরকারি ঔষধ গোপনে বিক্রি করার অভিযোগে সেলিনা আক্তার নামে ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যকে আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, যৌথ বাহিনীর অভিযানে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এই নারী ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি হতে বিনামূল্যে বিতরণের সরকারি ঔষধ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়।

রোববার (৮ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ থানার উপ-পরিদর্শক অসির রঞ্জন দেব বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। মামলায় উপজেলার মাইজগাও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার, ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শক পাক আক্তার চৌধুরী এবং মাইজগাও ইউনিয়ের পরিবার কল্যান সহকারী শিল্পী রানী বিশ্বাসকে আসামী করা হয়েছে।

এর আগে শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে নারী ইউপি সদস্য সেলিনা আক্তারের বাড়িয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিনামূল্যে বিতরণের বিপুল পরিমাণ ঔষধ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সেলিনা আক্তারকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান বলেন, আটক ইউপি সদস্য সেলিনা আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে প্রেরণ করা হবে। এ বিষয় সংশ্লিষ্ট বাকি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।