চাঁদাবাজিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের নেতৃত্বে অপর সমন্বয়ককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধাঁ দেয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ গাজিকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে অপর সমন্বয়ক সাকিবের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে। আহত অবস্থায় সোহাগ গাজিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আহত সোহাগ গাজী জানান, শহরতলীর উমেদনগর এলাকার সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠে। যে কারণে সেসহ অন্যান্যরা তাকে বাদ দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সাকিব। রাত ১ টার দিকে সাকিব ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিনেমা হল রোড এলাকায় তার উপর হামলা চালায়। এক পর্যায়ে সাকিব ক্ষিপ্ত হয়ে গাজীকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
এর আগে সোহাগ গাজী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সাকিব তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। এক পর্যায়ে তারা সার্কিট হাউজে আশ্রয় নেন এবং সকলকে ছুটে যাওয়ার জন্য আহ্বান করেন।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল-গালিব সিলেট ভয়েসকে জানান, ‘ঘটনার খবর শুনেছি, কিন্তু বিস্তারিত আমার জানা নেই। আসলে ওইখানে-তো আমাদের কোন দায়িত্বশীল কমিটি নাই যে কারণে আমরা প্রকৃত বিষয়টি পাচ্ছি না। আগামী বৃহস্পতিবার আমরা জেলা সফরে যাবো। ওইখানে যাওয়ার পরে সরাসরি সবকিছু তুলে ধরবো আমরা।’
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে হবিগঞ্জ সদর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, ‘শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বলেন এরকম একটা বিষয় শুনেছি। এখন পর্যন্ত এনিয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’