বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহদের স্মরণে ও বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরের পৌর পয়েন্ট এলাকায় এ সমাবেশ হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুনঈম কামালী শাহীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল রহমান সাজাওয়ারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, ‘দেশে দুপুরের খাবারও খেতে পারেনি শেখ হাসিনা, ভারতে গিয়ে তাকে দুপুরের খাবার খেতে হয়েছে। শেখ হাসিনা আমাদের দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল। এই জুলুম সরকার আমাদের দেশের অর্থনীতিসহ দেশের অমেক ক্ষতি করেছে। কোনো নেতা-কর্মীকে বাড়িতে ঘুমাতে দেয়নি এই সরকার।’
মামুনুল হক বলেন, ‘দেশের ছাত্র-জনতাকে এক কাতারে দাঁড় করিয়ে ‘জুলুম’ করেছিল ‘স্বৈরাচারী’ শেখ হাসিনা সরকার। দীর্ঘ ১৬ বছরের এই দুশাসন থেকে বাঙালি জাতি আজ মুক্ত। বিগত ৫ আগস্ট পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের নরেন্দ্র মোদির কাছে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা, ভারতে পালিয়ে গিয়ে লাভ হবে না এই দেশেই শেখ হাসিনাকে এনে বিচার করা হবে, ৫ আগস্ট ছাত্র-জনতা হত্যার বিচার এই দেশে হবে।’
তিনি আরও বলেন, ‘ আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। এই দেশের মানুষ জুলুম সরকারকে চায় না, ১৬ বছর জুলুম সরকার আমাদের নেতাকর্মীদেরকে মিথ্যা গাইবি মামলা দিয়ে সরিয়ে রেখেছিল।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শায়েখ ফয়েজ আহমেদ, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মওলানা শাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম প্রমুখ।