জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার উদ্যেগে ও সংগঠনের সদস্য মো. এহছানে এলাহির সার্বিক সহযোগীতায় সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদী তীরে বন্যার্ত স্বজনদের কাছে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।
২০২৪ সালে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় ভয়াবহ তিনটি বন্যার মুখোমুখি হয়েছিল। এতে ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই দুটি জনপদের মানুষকে। তাই এই দুর্দশার দিনে নগদ অর্থ প্রদান করে স্বজনদের পাশে দাঁড়িয়েছে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা।
জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যম স্থানীয় পর্যায় থেকে উপযুক্ত ব্যক্তিবর্গকে চিহ্নিত করে নগদ অর্থ প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে কানাইঘাট উপজেলার ২ নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন, ৩ নং দিঘীর পার পূর্ব ইউনিয়ন, ৪ নং সাতবাক ইউনিয়ন, ৮ নং ঝিংগাবাডী ইউনিয়ন ও ৯ নং রাজাগঞ্জ ইউনিনসহ ৫টি ইউনিয়ন এবং জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন ও ২নং বীরশ্রী ইউনিয়নে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ নগদ অর্থ বিতরণ সম্পন্ন করা হয়েছে ।
অনুষ্ঠানগুলোয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মু্ফিজুর রহমান নাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন এর আজীবন সদস্য, ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদ এম.বি.এ.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার মোহাম্মদ ফজলে এলাহি, জালালাবাদ এসোসিয়েশনের দাপ্তরিক কর্মকর্তা আব্দুর রব, শ্রমিক নেতা আখতার হোসেন। এসময় প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।
২০২২ সালের ভয়াবহ বন্যার পর সিলেটে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে ২৬টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল। যেকোন দূর্যোগে স্বজনদের পাশে জালালাবাদ এসোসিয়েশন পাশে আছে, আগামীতেও পাশে থাকবে।