শান্তিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আলোচনা সভা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল আড়াইটায় শান্তিগঞ্জ উপজেলার যেহীন আহমেদ একাডেমি ফর হিউম্যান ডেভেলপমেন্টের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাম্মাদ আযাদ রহিম ও তানবীর হাসান মারুফ আলোচনা সভা সঞ্চালনা করেন।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ইমন আহমেদ, শান্তিগঞ্জ প্রতিনিধি মূর্শেদ আলম, মইনুল আহমদ, ইলিয়াস আহমদ রাজু, উজ্জ্বল, মাহিন, জুবায়ের, তাহমিদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ প্রমূখ।

বক্তারা বলেন, বিজয় অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। আর আমরা সেই কঠিন কাজটি করতে চাই। আমাদের ভাইদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা কেউ ম্লান করতে পারবে না। আমরা এই দেশের সকল অনিয়ম অনাচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে যাবো।

তারা আরো বলেন, যেখানে অন্যায়, দুর্নীতি ও দখলবাজী সেখানেই আমরা প্রতিবাদ করবো। আমরা দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে চাই। একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই আমরা। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।

বক্তারা বলেন, কেউ যেন আমাদের বিজয়কে ম্লান করতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে যেন কেউ কোন অন্যায় বা চাঁদাবাজী না করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। এই বিজয় নিয়ে অনেক চক্রান্ত চলছে। শিক্ষার্থীরা স্বৈরাচারের সকল চক্রান্ত প্রতিহত করবে ইনশাআল্লাহ।