ফখরুল আলম খানের ‘স্পোকেন ইংলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা অনুষদের অধ্যাপক নাজিয়া চৌধুরী বলেছেন, ‘নিজেকে উপস্থাপন করতে সুন্দর এবং পরিষ্কার ভাষা শিক্ষার বিকল্প নেই। যেমন একজন বাঙালি তার মাতৃভাষা সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে নিজেকে সম্মানিত বোধ করতে পারে, তেমন আন্তর্জাতিক পরিমন্ডলে ইংরেজি ভাষা শেখার মাধ্যমে নিজের যোগ্যতাকে সহজে উপস্থাপন করতে পারে। এজন্য তরুণ প্রজন্মকে শুদ্ধ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষার ওপর জোর দিতে হবে।’

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জিন্দাবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাকক্ষে চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত মো. ফখরুল আলম খানের ‘স্পোকেন ইংলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরেন এডমিশন এন্ড  কেরিয়ার ডেভলপমেন্ট কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশের সিলেট জোনের প্রেসিডেন্ট মো. ফেরদৌস আলম, মেট্রোপলিটন্ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. এম জেড আশরাফুল, প্রয়াস শিক্ষাকেন্দ্রের উদ্যোক্তা সুরনজিত তালুকদার, ফিডব্যাক এডুকেশনের উদ্যোক্তা তানভীর অন্তর, শিক্ষা উদ্যোক্তা ফখরুল আলম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক জালালবাদের জয়েন্ট নিউজ এডিটর আহবাব মোস্তফা খান,  সিলেট এয়ারপোর্টের ইমিগ্রেশন অফিসার সানোয়ার হোসেন, ব্যবসায়ী আনিসুর রহমান, এডভোকেট মাহবুব আলম, কবি পল্লব পলাশ, জিয়াউল ইসলাম মুরাদ, তারেক আহমদ, সাংবাদিক নাসির হোসেন প্রমুখ।