লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

হবিগঞ্জের লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ভাদিকারা গ্রামের উত্তরে কালীটেক নামক স্থানে সুতাং নদীর উপর এ ঘটনা ঘটেছে।

নিহত মোঃ জমসু মিয়া (৫৫) উপজেলার নোয়াগাও গ্রামের বাসিন্দা। তিনি ধানের ব্যবসা করতেন। ঘটনার সময় নৌকায় করে ধান নিয়ে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

প্রত্যক্ষ্দর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায়  ধান বোঝাই নৌকা নিয়ে উপজেলার স্থানীয় বুল্লাবাজার থেকে নোয়াগাঁও গ্রামে যাচ্ছিলেন জমসু মিয়া। পথিমধ্যে ভাদিকারা গ্রামের উত্তরে কালীটেক নামক স্থানে সুতাং নদীর উপর দিয়ে বয়ে যাওয়া ১১ কেভি বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যান।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ  একদল ডুবুরিকে সাথে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরে ওই এলাকা থেকে জমসু মিয়ার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, ঘটনার ২০ মিনিট সময়ের মধ্যেই জমসু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।