আন্দোলনের তোপের মুখে হবিগঞ্জের লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাবেদ আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার উপস্থিতিতে তিনি পদত্যাগ করেন।
জানা গেছে, বৃহস্পতিবার কলেজের শত শত শিক্ষার্থী মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। এসময় কর্মবিরতিতে থাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা সমাবেশে যোগ দেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন মো. জাবেদ আলী।
উল্লেখ্য, মো. জাবেদ আলী ২০১৮ সনে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন। অভিযোগ উঠে নানা রকম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, চাকরিচ্যুতির হুমকিসহ কলেজের শিক্ষক কর্মচারীদের সাথে অশোভন আচরণের। এছাড়া বেসরকারি একটি উন্নয়ন সংস্থা, গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (জিএলডিপি) চেয়ারম্যান হওয়াায় প্রায়শই তিনি কলেজে অনুপস্থিত থাকতেন।