সাম্প্রতিক আন্দোলনে ব্যাপক সমালোচিত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে অবশেষে সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসাবে সংযুক্ত করা হয়েছে।
শেখ হাসিনার পদত্যােগের পর ছাত্র-জনতার উপর হামলায় হতাহতের ঘটনায় এ পর্যন্ত সিলেটে চারটি মামলা হয়েছে। সবগুলোতেই আসামি করা হয়েছে আজবাহার আলী শেখকে।
এসব মামলায় সিলেটে ছাত্র-জনতার আন্দোলন নিয়ন্ত্রণে অতিমাত্রায় বল প্রয়োগের অভিযোগ ওঠে আজবাহার আলীর বিরুদ্ধে। তার নির্দেশেই পুলিশ ছাত্র-জনতার উপর গুলি ছুঁড়ে বলে অভিযোগ ওঠেছে।