আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভেবেছি: তথ্য উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে, তাদের বক্তব্যের প্রেক্ষিতে আমরা এই উদ্যোগগুলো নিতে যাচ্ছি।’

রোববার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

গণমাধ্যম যাতে চাপমুক্ত থাকতে পারে এজন্য কোনো নীতিমালা বা স্থায়ী কোনো সমাধান হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার কথা ইতোমধ্যেই আমি বলেছি। সেই বিষয়ে বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয় সেগুলো আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা উদ্যোগ নেব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে, আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে আমরা এই উদ্যোগগুলো নিতে যাচ্ছি।’

এসময় সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তিনি বলেন, এটি পুনর্বিবেচনা করা হবে। নির্দিষ্ট কিছু বিধিমালা নিয়ে অভিযোগ আছে। সেগুলো নিয়ে আমরা কথা বলব এবং এ বিষয়ে একটা সমাধানে আসব।