কোটা সংস্কার আন্দোলনে ছাত্র -জনতাকে নির্বিচারে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িত সকলের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিএস রোডে এসে জড়ো হন নেতা-কর্মীরা। এসময় বিভিন্ন শ্লোগান দেন নেতা-কর্মীরা। মিছিলে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল।
বক্তব্যে নেতা-কর্মীরা বলেন, ‘যে কোনও অশুভ শক্তি মোকাবিলা করার জন্য ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত থাকতে হবে। একসাথে রুখতে হবে সকল অশুভ শক্তিকে।’