গ্রিসে জাগপা’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নে শান্তি সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গ্রিস শাখা। রোববার (১১ আগস্ট) গ্রীসের স্থানীয় সময় রাত ৯ টায় গ্রিসের রাজধানী এথেন্সে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাগপা গ্রিস শাখার সহ-সভাপতি ছানাউর রহমান ছানা মিয়ার সভাপতিত্বে ও জাহির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাগপা গ্রিস শাখার সভাপতি ও যুব জাগপা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ গোলাপ মিয়া।

তিনি তার বক্তব্যে বলেন, ‘আমরা বিগত ১৬ বছর আন্দোলন করেও এই জালিম সরকারের পতন ঘটাতে পারিনি। কিন্তু বাংলাদেশর তরুণ ছাত্রসমাজ দুর্বার আন্দোলন করে স্বৈরাচার সরকারকে বিদায় করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আমি ছাত্রসমাজকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাই এবং এই আন্দোলনে সকল শহিদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাই।’

সমাবেশে আরোও বক্তব্য রাখেন জাগপা গ্রিস শাখার সহ-সভাপতি আব্দুস সামাদ কবির মিয়া, কবির আহমেদ, আলমগীর মিয়া প্রমুখ।