ঊর্ধ্বতন কর্মকর্তাদের শাস্তি ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে জেলা আনসার ভিডিপির সদস্যরা মানববন্ধন করেছেন । বৃহস্পতিবার (৮ আগস্ট) সিলেট জেলা আনসার ভিডিপি অফিসের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা। এসময় তারা তিন দফা দাবিও উল্লেখ করেন।
ঊর্ধ্বতন কর্মকর্তার শাস্তি বাস্তবায়নের দাবি করে তারা বলেন, ‘পূজা ও নির্বাচনী দায়িত্ব পালনে তাদেরকে সম্মানী ভাতা প্রদানসহ ২০১৫ থেকে ২০১৮ সালে চাকুরীচ্যুত সকল ব্যক্তিদের পুনরায় চাকুরীতে বহাল করতে হবে। পাশাপাশি সিলেট জেলা আনসার ভিডিপি অফিসের সার্কেল এ্যাডজুটেন্ট এ.এস.এম এনামুল হক (গ্রেফতারী ওয়ারেন্ট ভুক্ত আসামী), ও সদর আনসার টি.আই রূপক তালুকদার একাধারে ১৬ বছর একই অফিসে কাজ করার ফলে দুর্নীতি করে অধিকাংশ আনসারদের জিম্মি করার পাশাপাশি প্রচুর অর্থ আত্মসাত করছেন। এসব আনসার কর্মকর্তাদের বদলীসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।