সিলেটে একাত্তর টিভির দুই সাংবাদিক হামলার শিকার

সিলেটে পেশাগত দায়িত্ব পালনে হামলার শিকার হয়েছেন একাত্তর টিভি সিলেটের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ ও ক্যামেরাপার্সন তারেক আহমেদ। রোববার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় আন্দোলনকারীদের বক্তব্য নিতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

বেলা ২:০২ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে একাত্তর টিভি সিলেটের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ লিখেন, ‘আমি এবং আমার ক্যামেরা পার্সনের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। আমাকে বাঁচান প্লিজ। আমার ক্যামেরা মাইক্রোফোন ছিনতাই কেড়ে নিয়ে গেছে।’

ক্যামেরাপার্সন তারেক আহমেদ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল-২৪ কে দেয়া এক ভিডিওবার্তায় জানান, ‘জিন্দাবাজারে ভক্সপপ নিচ্ছিলাম আমরা। দু্ইজন পাবলিক বক্তব্য দিয়েছেন। পরে আরেকজন বক্তব্য দিতে এসে আমাদেরকে দালাল এসব বলে গালি-গালাজ শুরু করেন। কারণ আমরা নাকি নিরপেক্ষভাবে কাজ করছি না। তারপর আমরা চলে আসছিলাম। তখন একজন দৌড়ে এসে আমার রিপোর্টারকে ধাক্কা দিলে আমরা সরে দাঁড়াই। পরে আমাকে বাঁশ-স্ট্যাম্প দিয়ে আঘাত করে কয়েকজন। এক পর্যায়ে আমি দৌড় দেই। আমার পুছু পিছু ব্লু ওয়াটার পর্যন্ত আসে কয়েকজন। পরে আমাদের সাংবাদিক সহকর্মীরা আমাকে নিয়ে আসেন।’

তিনি আরও জানান, ‘আমাদের ক্যামেরা ভেঙে ফেলেছে। আমি বার বার বলেছি, ভাই এটা আমার না, অফিসের। তারা শুনেনি। আমার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেছে। আমার হেলমেটও ভেঙ্গে ফেলছে।’