গোয়াইনঘাটে আশ্রয়কেন্দ্রে ছুঁটছেন মানুষ

ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলায় সৃষ্ট আকস্মিক বন্যা দূর্গতরা আশ্রয় কেন্দ্রে ছুটছেন। নিকটস্থ আশ্রয়কেন্দ্রের পাশাপাশি আশ্রয় নিচ্ছেন আত্মীয় স্বজনের বাড়িতে।  অনেকে আবার সিলেট শহরের নিকট আত্মীয়দের বাসায় ভিড় জামাচ্ছেন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের তথ্যমতে, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত উপজেলার প্রায় ২২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও প্রায় ১৫০০ হেক্টর কৃষি জমি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। বন্যায় ২৪ হাজার ৩৫০ টি পরিবার ১ লক্ষ ২৩ হাজার ৮০০ জন লোক পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার্তদের জন্য  উপজেলার বিভিন্ন এলাকায় ২২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের পক্ষ থেকে সালুটিকর ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রের দেড় শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আহমদ।