হবিগঞ্জের লাখাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মুড়িয়াউক গ্রামের পুকুরপাড় ও পূর্বপাড় এলাকার যুবকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মুড়িয়াউক ফুটবল খেলার মাঠে ওই গ্রামের পুকুরপাড় ও পূর্বপাড়ের যুবকরা ফুটবল খেলার আয়োজন করে। খেলাকে কেন্দ্র উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু আহত হয়।
আহতদের মধ্যে কয়েকজন হলেন, এনামুল হক (২২), ফুল মিয়া (৫৫), তোফাজ্জল (২৫), শরিফ (১৮) তুহিন (১২), শরিফ (১১), ফরহাদ (৩০), হাকিমা (৫০) ও শফিকুল (২৫)। তাৎক্ষণিক তাদের পুরো পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদরে ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।