ইসরায়েলি আক্রমণের মধ্যেও ঈদুল আজহা পালন করছেন গাজা ও অধিকৃত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিরা।
আজ রোববার (১৬ জুন) যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম এ উৎসব।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও আল-আকসা মসজিদে ঈদ জামাতে শামিল হয়েছেন শত শত ফিলিস্তিনি। স্থানীয় সময় ভোরে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিরা জড়ো হতে থাকেন। এ সময় ইসরায়েলি বাহিনীর হাতে অনেক ফিলিস্তিনি লাঞ্ছিত হওয়ার খবরও পাওয়া গেছে।
সাধারণত ঈদের ছুটি ও আনন্দ ফিলিস্তিনিরা পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নেন। কিন্তু এবার ব্যাপক বাস্তুচ্যুতির পাশাপাশি রয়েছে তীব্র খাদ্যসংকট।
গত অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বড় একটি অংশ নারী ও শিশু। বেঁচে থাকা শিশুদের মধ্যে এবার অনেকে বাবা-মা ছাড়াই ঈদ উদযাপন করছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।