জগন্নাথপুরকে ‘ভূমিহীন-গৃহহীন’ মুক্ত উপজেলা ঘোষণা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাকে ‘ ভূমিহীন-গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ( ১১ জুন) বেলা সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগন্নাথপুরসহ দেশের ৭০টি উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা দিয়ে আশ্রায়ন-২ প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর করেন।

এ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বড় পর্দায় সরাসরি অনুষ্ঠানটি দেখানো হয়েছে। এ সময় জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুরের এসিল্যান্ড রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুরের ইউএনও’র কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলায় ৫৫৭টি দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী বিশেষ এ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। চতুর্থ ধাপে ২০টি পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। এর আগে তৃতীয় ধাপে ৫৩৭টি উপকার ভোগীকে ঘর হস্তান্তর করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ( ক-শ্রেণি) মুক্ত ঘোষণা করেছেন। এরপরও যদি কেউ গৃহহীন থাকেন তবে তাদেরকে আবেদন করতে হবে। আমরা আবেদনের প্রেক্ষিতে এ প্রকল্পের আওতাভুক্ত করব।