জকিগঞ্জে ফের লোকমান উদ্দিন চৌধুরী বিজয়ী

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লোকমান উদ্দিন চৌধুরী। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে দোয়াত-কলম প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৮৮৯ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা বিলাল আহমদ ইমরান কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২০৮ ভোট।

বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আফসানা তাসলিম উপজেলা পরিষদ কন্ট্রোল রুমে ফলাফল ঘোষনা করেন।

বেসরকারিভাবে ফলাফলে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকে আব্দুস শুক্কুর পেয়েছেন ৪ হাজার ১৮৮ ভোট ও আনারস প্রতীকে মর্তুজা আহমদ চৌধুরী পেয়েছেন ১ হাজার  ৭৯০ ভোট ।

ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুস সবুর চশমা ১৯ হাজার ৯১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের নুরুল ইসলাম সোহেল পেয়েছেন ১৪ হাজার ৯৩৭ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে আজমল হোসেন পেয়েছেন ১৩ হাজার ৬৭৭ভোট ও টিউবওয়েল প্রতীকে ফারুক আহমদ পেয়েছেন ৯ হাজার ৩৭২ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ৩০ হাজার ৪৭৭ পেয়েছেন সুলতানা আক্তার বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদা রওশন শ্যামলী কলস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭০৭ ভোট।

জকিগঞ্জ উপজেলায় ৭৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৯১ হাজার ৫১৩। এরমধ্যে নারী ভোটার ৯২ হাজার ২৮৮ ও পুরুষ ৯৯ হাজার ২২৫ জন।