হবিগঞ্জের মাধবপুরে রাস্তার উপরে টয়লেটের ময়লা পানির কারণে অতিষ্ট হয়ে পড়েছেন এলাকার লোকজন। এতে পথচারীদের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতিতে উপজেলা নিবার্হী কর্মকতার কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিন বরগ গ্রামের স্থানীয় বাসিন্দারা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ‘দক্ষিন বরগ গ্রামের বাসিন্দা কাশেম মিয়া ও খলিল মিয়া গ্রামের রাস্তার মধ্যে ঘর নির্মাণসহ টয়লেটের ময়লা পানি ও ঘরবাড়ির ব্যবহৃত পানি সড়কের উপর ফেলে রাখেন। ময়লা পানির কারণে রাস্তা দিয়ে লোকজন চলাচল করতে দূর্ভোগ পোহাতে হচেছ। বিশেষ করে মুসল্লীরা মসজিদে যাওয়ার পথে ময়লা পানির কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়েন। তাছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও দুর্ভোগ পোহাচ্ছেন।
এ সমস্যার প্রতিকার চেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সুলতান ভুইয়াসহ এলাকার শতাধিক রোক বুধবার (২২ মে) মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকতার নিকট লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম ফয়সল অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাধবপুর প্রতিনিধি
১৫:৩২