এবারও পাসের হারে তলানীতে সিলেট, জিপিএ-৫ বেড়েছে ১৯টি

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে এবছরও তলানীতে সিলেট শিক্ষাবোর্ড। এবার সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৬ দশমিক ০৬ শতাংশ। এবছর পাসের হারে সবার শীর্ষে রয়েছে যশোর শিক্ষাবোর্ড। এ বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩২ শতাংশ।

এদিকে এবছর পাসের হার কমলে জিপিএ-৫ বেড়েছে মাত্র ১৯টি। এবার সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। গতবছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৫ হাজার ৪৫২।  রোববার (১২ মে) দুপুরে ফলাফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

এসময় তিনি বলেন, বিজ্ঞান ও গণিত বিষয়ে পাসের হারের প্রভাব পড়েছে গড় ফলাফলে। এবার সাধারণ বিজ্ঞান বিষয়ে পাসের হার ৮৮ দশমিক ৮৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৬৩ শতাংশ।  তাছাড়া গণিতে পাসের হার ছিল ৮৯ দশমিক ২২ শতাংশ। গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারেনি। যার কারণে ফলাফলে পিছিয়ে পড়েছে সিলেট বোর্ড।

তিনি আরও বলেন, ভালো ও দক্ষ শিক্ষকের অভাবও রয়েছে। যার কারণে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে। পাসের হারও মানবিকে কম।

প্রকাশিত ফলাফল বিবরণীতে দেখা যায়, এবছর সিলেট বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৩জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৮০ হাজার ৬জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৩ হাজার ৪০৬জন ছেলে ও ৪৬ হাজার ৬০০ জন মেয়ে।

এবছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। এরমধ্যে ২ হাজার ৬১৬ জন ছেলে ও ২ হাজার ৮৫৫ জন মেয়ে।

এ বছর শতভাগ পাস করেছে ৩১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতবার শতভাগ পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৩টি। অবশ্য গতবারের মতো এবারও শতভাগ ফেল কোনো প্রতিষ্ঠান নেই।