মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১৯ হাজার ৯১৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৮৮ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে কবির চৌধুরী (দোয়াত-কলম) পেয়েছেন ১২ হাজার ৩৬৩ ভোট, রিংকু রঞ্জন দাশ (মোটরসাইকেল) ৪ হাজার ৯৪০ ভোট, মো. আলী হোসেন (ঘোড়া) ৯৯২ ভোট ও মো. নাসির উদ্দিন (কড়াই) পেয়েছেন ২১৭ ভোট।
জেলার বড়লেখা উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. আজির উদ্দিন ৩২ হাজার ৯১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৬৯ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে মো. রফিকুল ইসলাম (আনারস) পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ ভোট ও মাসুম আহমদ হাসান (উট) পেয়েছেন ৯১৪ ভোট।