অবশেষে চলমান তাপপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার থেকে সামান্য কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (১ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক এ তথ্য জানিয়েছে বলেছেন আগামী ৫মে থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে, তখন তাপমাত্রা আরো কমে যেতে পারে।
গত একমাস ধরে সারাদেশে চলছে টানা তাপপ্রবাহ। এরমধ্যে গতকাল মঙ্গলবার গত ৩৫ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে।
এদিকে বিকেল থেকে রাতব্যাপী বৃষ্টি হয়েছে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে। সিলেট নগরীতে ৫৩ মিলিমিটার ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে।