নৃত্য হল মানুষের মনোজাগতিক প্রকাশ ভঙ্গি। কেননা নৃত্য ও এর ভাষা কাজ করে একসূত্রে। আজ সোমবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক নৃত্য দিবস।
সারা বিশ্বে প্রতি বছরের ২৯ এপ্রিল নানা উৎসব–আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সর্বপ্রথম ১৯৮২ সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। এরপর ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে বিশ্ব নৃত্য দিবস।
মূলত দিবসটি উদযাপন করা হয় ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জস নুভেরের জন্মদিনে। এই মহান শিল্পীকে চিরস্মরণীয় করে রাখতেই ১৯৮২ সালে ইউনেস্কো ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন করার ঘোষণা দেয়।
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সিলেটসহ সারা দেশে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বিশ্বনাচে ছন্দময় আসবে শান্তি কাটবে ভয়’।
আজকের এই দিনে বিশ্বের সকল নৃত্যশিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা রইল।