যখন তাপদাহে পুড়ছে দেশ, সিলেটে তখন বৃষ্টিপাতের রেকর্ড

রবিবার যখন সারাদেশ তীব্র তাপপ্রবাহে পুড়ে একফোটা বৃষ্টির জন্য প্রার্থনা করছিলো, তখন সিলেটে ৫৬ মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, রবিবার (২১ এপ্রিল) ভোট ৬টা থেকে সোমবার (২২ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কেবলমাত্র সিলেটেই বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায় সিলেট ছাড়া সারাদেশের আর কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। অর্থাৎ সিলেট ছাড়া সারাদেশে শূন্য মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ সময় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রী ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রী।

এই ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রী রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন ২০.৬ ডিগ্রী রেকর্ড হয়েছে দিনাজপুরে।