দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান লিটন এর উপর দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান মতির দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দিরাই প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (১ মার্চ) বেলা ২টায় দিরাই পৌরশহরের থানা পয়েন্টে প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহ সভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য ইমরান হোসেন, সাংস্কৃতিক কর্মী মুজিবুর রহমান, সম্মানিত সদস্য শাহজাহান সিরাজ, রুকুনুজ্জামান জহুরী, ওবায়দুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মতিউর রহমান রাজনৈতিক জীবনে জাতীয় পার্টি, বিএনপি ও পরে আওয়ামী লীগে যোগ দেন। ২০১৯ সালে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হলে দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় “রাজাকার পুত্র দিয়ে আওয়ামী লীগের কমিটি গঠন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সে সময় মতিউর রহমান সংবাদের প্রতিবাদ বা সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেননি। ২০২২ সালের ১৪ মে দৈনিক যুগান্তর পত্রিকায় ‘দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে দৈনিক যুগান্তরে একটি সংবাদ ছাপা হলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সংবাদে মতিউর রহমানের নাম আসায়, তিনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে জিয়াউর রহমান লিটন কে হয়রানি ও পারিবারিক-সামাজিকভাবে হেয় করতে ডিজিটাল নিরাপত্তা আইনে জিয়াউর রহমান লিটনের ওপর সাইবার ট্রাইবুনাল সিলেট আদালতে মামলা করেন।
বক্তারা আরও বলেন, দুর্নীতি আড়াল করতেই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান মতি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছেন, অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
প্রসঙ্গত গত ২৬ ফেব্রুয়ারী আদালতে জামিন লাভ করেন জিয়াউর রহমান লিটন ।