সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল গ্রামে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে দুই দিন ব্যাপি লোক উৎসব।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুরু হয় এ লোক উৎসব।
বেসরকারি মোবাইল ফিন্যান্সিয়াল কোম্পানির পৃষ্ঠপোষকতায় দুই ব্যাপি এ লোক উৎসব হচ্ছে। উৎসবের শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা পারমিতা দাসের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, সহকারী কমিশনার ভুমি জনি রায়, মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ’র ভাইস প্রেসিডেন্ট হুমায়ূন কবির, সিনিয়র সাংবাদিক খলিল রহমান, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন, সাবেক চেয়ারম্যান নূরুল হক, আবদাল আলম চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে শুরু হয় গানের অনুষ্ঠান। লোক উৎসবে গান পরিবেশন করিম ভক্তরা। পরে শিল্পীরা একে একে করিমের গান পরিবেশন করেন। লোক উৎসবে গান পরিবেশন করেন বাউল আব্দুর রহমান, রনেশ ঠাকুর, সিরাজ উদ্দিন, সুর্যলাল দাস, শাহাব উদ্দিন, আশিক, কাজী সোহেল, পাগল হাসান, আশিক সরকার, বাউলিয়ানা ফয়সল, সাজ্জাদনূর, লাভলী দে, শারমিন আক্তার, সৌরভ সুহেলসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
লোক উৎসব চলবে আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) শুক্রবার গভীর রাত পর্যন্ত।
শাহ আবদুল করিম পরিষদের আয়োজনে এবং মোবাইল ফিন্যান্স কোম্পানি বিকাশের আর্থিক সহযোগিতায় এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে লোক উৎসব উপলক্ষ্যে কালনী নদীর পাড়ে করিমের গানের মূর্ছনায় মেতে ওঠেছে মানুষ। করিম গান গেয়েছেন মানুষের জীবন দর্শন নিয়ে অসংখ্য শ্রোতাপ্রিয় কালজয়ী বাউলগান। তাঁর সৃষ্টিজুড়ে আছে মানুষের, সাম্যের ও প্রেমের জয়গান।
বাংলা লোকগানের এই বাউলসম্রাট শাহ আব্দুল করিম স্মরণে ২০০৬ সাল থেকে এ উৎসব আয়োজিত হয়ে আসছে। তার গান গেয়ে লোকও পরিচিত গড়ে উঠেছে দেশের অনেক কিংবদন্তি শিল্পী।
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলার উজান ধল গ্রামে জন্ম গ্রহণ করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম।