গরিব শীতার্ত মানুষের পাশে আ.লীগ নেতা মনির হোসাইন

সিলেটে প্রতিবারের ন্যায় এবারও গরিব-অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সর্বইউরোপিয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসাইন।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রেল স্টেশনসহ মহানগরের বিভিন্ন স্থানে তিনি শীতার্ত মানুষের কাছে গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এসব শীতবস্ত্র বিতরণকালে মনির হোসাইন বলেন- আমরা ঘরে থাকি, তারপরও শীতের তীব্রতা অনুভূত হয়। আর রাস্তায় শুয়ে থাকা মানুষরা যে কত কষ্টে থাকেন, তা হয়তো আমরা বুঝতে পারছি না। সরাসরি শীত এসে তাদের উপর আছড়ে পড়ে। তাদের কষ্ট দেখে আমারও কষ্ট হয়। তাই ঘরে বসে থাকতে পারিনি। তীব্র শীতে তাদের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন- শুধু এমপি বা জনপ্রতিনিধি হলেই যে জনসেবা করা যায় এমন নয়। জনপ্রতিনিধি না হলেও ইচ্ছে থাকলে অসহায়-গরিব মানুষের পাশে দাঁড়ানো যায়। আমার এমন জনকল্যাণমূলক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ কায়েছ চৌধুরী, তরুণ সমাজসেবক ও কমিউনিটি নেতা মাহফুজ মনির, টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিরক দে পাপলু, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগ নেতা সব্যসাচি দেবরায় রাজু ও রুবেল আহমেদ প্রমুখ।

এর আগে সিলেটের দক্ষিণ সুরমার ঝাজর গ্রামে নিজ বাড়িতে কয়েক শ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনির হোসাইন। এ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।