সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিবেশী দুস্থ অসহায় মানুষ আমাদের সমাজেরই অংশ, তাদের সহযোগীতা করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি বলেন, শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের সদস্যরা প্রতিদিন ভোরে এই চা-বাগান এলাকায় জগিং করতে এসে প্রচন্ড শীতে কাছে থেকে তাদের দেখেছেন। মানবিক দৃষ্টিকোন থেকে তাদের পাশে দাঁড়িয়ে যে মহানুভবতা দেখালেন তা অত্যন্ত প্রশংসনীয়।
শহীদ ডা. মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে লাক্কাতুরা চা বাগানের চিতল মাঠি এলাকায় প্রায় ৩ শতাধিক চা-শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ, আব্দুল জব্বার, ওলিউর রহমান, ফখরুজ্জামান, পাভেল কোরেশি, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, তারেক লোদী, সিহাব চৌধুরী, আব্দুল মালেক, আবুল কালাম, রুম্মান চৌধুরী, এড. ফয়জুল হক রানা, আদিয়ান লোদী, ইনাম আহমদ, আব্দুল আহাদ, মুফচ্ছিল আলি, ছয়ফুল আলম, ইমরান, খলিলুর রহমান, ছয়ফুর রব, জুনেদসহ ক্লাবের সদস্যবৃন্দ।