লেখক-সাংবাদিক সুমনকুমার দাশকে সিসিক মেয়রের অভিনন্দন

লোকসাহিত্য গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুমনকুমার দাশসহ যারা সম্মানজনক বাংলা একাডেমি পুরস্কার ২০২৩-এ ভূষিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি তাদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন “বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণ এবং সংরক্ষণের জন্য সুমনকুমার দাশের নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তার এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। গবেষণাকর্ম ও এর প্রাপ্য স্বীকৃতি তিনি দাবি রাখেন। সিলেট অঞ্চলের লোকসংস্কৃতির উপর তাঁর কর্মপ্রয়াস ও সমৃদ্ধ গবেষণা আমাদের অনুপ্রেরণাদায়ক।”

বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, সুমনকুমার দাশসহ অন্যান্য যারা এই পুরষ্কারে ভূষিত হয়েছেন তারও তাদের কর্মযোগ্যতায় এ সম্মান অর্জন করেছেন। বাংলাদেশের গৌরবময় অসাধারণ কর্মপ্রচেষ্টা শুধুমাত্র একাডেমিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলেই অবদান রাখে না বরং গ্রামীণ স¤প্রদায়ের সাংস্কৃতিক জীবনকে নাগরিক সমাজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।