আ.লীগে যোগ দিলেন শেরপুরে বিএনপির ১৪ নেতাকর্মী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসীন হয়েছে আওয়ামী লীগ। এ অবস্থায় বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের মনোবল এখন তলানিতে।

তাই রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করে শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ১৪ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্থানীয় সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগে যোগ দেন।

আওয়ামী লীগে যোগ দেওয়া নেতারা হলেন- কাংশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহা আলী, ২নং ওয়ার্ড বিএনপির সদস্য সুরুজ্জামান, ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সোলায়মান, সদস্য মুনা সরকার, ১নং ওয়ার্ড সদস্য মুক্তার আলী, আব্দুল জলিল, বজলুর রশিদ রাজু, ফিরুজ মিয়া, শহীদ মিয়া, শওকত আলী, সোহেল, লাল চান, খন্দকার আরিফ এজাজ ও আল আমীন।

যোগদানের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় তাদের গলায় ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ও কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।