সিলেটে সরকারের চলমান প্রকল্পগুলো যাতে যথাসময়ে সম্পন্ন হয় সেজন্য জোর তদারকি করবেন উল্লেখ করে সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সংশ্লিষ্ট অফিস, কর্মকর্তারা প্রকল্প সময়মতো সম্পন্ন না করলে তাদেরকে জবাবদিহির আওতায় আনা হবে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে সিলেট সদর উপজেলা প্রশাসন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মোমেন।
তিনি উপস্থিত সবাইকে তথ্য দেবার অনুরোধ জানিয়ে বলেন, সঠিক তথ্য পেলে সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত করে সমাধান করা সম্ভব। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, বীর মুক্তিযোদ্ধা ইরশাদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া, খাদিমপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান এড. আফসর আহমদ প্রমুখ।
এর আগে সিলেট শাহজালাল (র.) মাজারে মুসল্লিদের সাথে জুমার নামাজ আদায় করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।