দোয়ারায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে দোয়ারাবাজার প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাংবাদিক আশিস রহমান, আবদাল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সহ-সভাপতি আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, এশিয়ান টেলিভিশন এর জেলা প্রতিনিধি সাংবাদিক আল-আমিন, এনটিভি ইউরোপ এর উপজেলা প্রতিনিধি মো. আবু বকর, দৈনিক বজ্রশক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.সেলিম আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দোয়ারাবাজার সদরে যাবার পথে আশিক মিয়ার উপর অতর্কিত হামলা চালায় মাছিমপুর গ্রামের বখাটে ইয়াবা ব্যাবসায়ী শামীম সহ ৩০/৪০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা। এসময় তাদের রামদার আঘাতে আশিক মিয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে পাশেই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সন্ত্রাসিরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভেঙ্গেচুরে ফেলে যায়।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আশিক মিয়ার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের ব্যাবহৃত পিস্তল সহ তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন শেষে দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসানের সাথে মতবিনিময় করেন এবং পুলিশ প্রশাসনকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।